কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মেলার আয়োজন

40

কানাইঘাট থেকে সংবাদদাতা :
“সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”-এ প্রতিপাদ্যকে নিয়ে কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা সহ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকাল ১১ টায় র‌্যালি পরবর্তী প্রশাসন চত্তরে আয়োজিত নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রী নিয়ে ২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মরিয়ম বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) জেসমিন আক্তার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির আহমদ, সূচনা প্রকল্পের অফিসার আবু সায়িদ, সদর ইউপির মহিলা সদস্যা জয়তুন নেছা সহ উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ও এনজিও কর্মী ও নারী উদ্যোক্তা সমিতির সদস্যরা র‌্যালি ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধনী কালে মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বলেন, দেশ কে এগিয়ে নিতে হলে সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সমাজের অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। এজন্য সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় নারীরা এর সুফল পাচ্ছেন।