মো: আনোয়ার হোসেন ফারুক
একটা পাখি কাঁদছে রোজে
স্বাধীনতার জন্য,
মেঘের ভেলায় ওড়বে শেষে
হবে স্বাধীন গণ্য।
মুক্ত আকাশ তার ঠিকানা
ওড়বে আকাশ নীলে,
থাকবে সদায় খুশির জোয়ার
এই পাখিটির দীলে।
তাইতো পাখি যায় লড়ে যায়
রাঙছে বুকের খুনে,
মনের কোণে স্বাধীনতার
স্বপ্ন স্বাদটা বুনে।
সাহস বুকে এই পাখিটি
হানলো আঘাত শিকে,
উঠলো শেষে হাসির ঝিলিক
পাখির চতুরদিকে।
এই পাখিটি আর কেউ না
সবুজ বাংলাদেশ,
লালসবুজে ধরার বুকে
করলো নিজকে পেশ।