স্টাফ রিপোর্টার :
কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের ৬ষ্ঠ দিনে সিলেটে টিকা গ্রহণ করলেন ৪৬৬৭ জন। শনিবার (১৩ ফেব্রুয়ারি)
নগরীর দুটি কেন্দ্রের একাধিক বুথে এই টিকা গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম মোবাইল বার্তায় জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ৩ হাজার ৯০১ জন, বিজিবি ক্যাম্প সিলেটে ২৭০ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৪৯৬ জন টিকাগ্রহণ করেছেন।
গত রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। ৮,৯,১০,১১ ফেব্রুয়ারি টানা ৫ম দিন টিকা দান শেষে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বন্ধ থাকায় শনিবার ৬ষ্ঠ ধাপের টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।