শিশুশ্রম

18

এস. কে শাহ্ নেওয়াজ (সজীব)

গরীব ঘরের শিশুটার নেই তেমন টাকা,
পথের ধারে, বস্তিতে হয় যে তার থাকা।
করে না তো পড়া-লেখা, করে কাম-
পরিশ্রমে পায় না সে সঠিক দাম!
মহাজনে আবার করে গালমন্দ,
শিশুটি তো খুঁজে পায় না তালছন্দ।
ঠিক সময়ে যেতে দেয় না খেতে ভাত,
ভুল তো হলে কামে,গায়ে তুলে হাত!
এতো কঠোর পরিশ্রমে লাগে কষ্ট,
শিশুশ্রমে হতে পারে জীবন নষ্ট!
এই শিশুটি এখন করবে পড়া-লেখা,
নয়তো বা সে,পাবে না যে আলোর দেখা।
এসো সবে, এসব শিশুর পাশে দাঁড়াই-
সবে মিলে ভালোবাসার হাতটি বাড়াই।