সিলেট বিদ্যুৎ অফিস কর্তৃক ভূতুড়ে বিলের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া আবাসিক এলাকাবাসীর উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার রাতে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাঠানপাড়া এলাকার প্রবীণ মুরব্বী ও সমাজসেবী আলহাজ্ব মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বেও বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমশের সিরাজ সোহেলের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: ছয়েফ খান, মো: সেলিম রানা, মো: মনসুর খান, সাহেদ আরবী, মোঃ মোতাহার হোসেন জিহাদ, ইঞ্জিনিয়ার আরিফ খানও মনজুর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ছগির মিয়া গোলাম হায়দর
আব্দুর রব খান, আজাদ খান, টুনু মিয়া, জুনুন মিয়া, আফতাব মিয়া, যুব সংগঠক ফরহাদ হোসেন, রাজু খান, বাবুল খান, মাছুমুল হক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন বিদ্যুৎ অফিস কর্তৃক আমাদের এলাকার গ্রাহকদের ভূতুড়ে বিলের হয়রানী থেকে মুক্ত করতে হবে। মিটারের রিডিং চেকিং না করে খামখেয়ালী মত বিল দেয়া বন্ধ করতে হবে। বক্তারা বর্তমান বিলের আশু সমাধান না করলে বৃহত্তর এলাকাবাসী পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান। বিজ্ঞপ্তি