লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ৫০

27

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এসব ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। সংঘর্ষে আহতদের মাঝে ১ জনকে ঢাকা, ১ জনকে সিলেট ও বাকিদের সদর আধুনিক হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার উপজেলার তেঘরিয়া ও মনতৈল গ্রামে এসব সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার তেঘরিয়া গ্রামের হাওরে ৪ কেদার জমি রয়েছে। যার মালিকানা গ্রামবাসী দাবি করছে। উক্ত জমির পাল্টা মালিকানা দাবি করছে ওই গ্রামের বাসিন্দা মিলন মিয়াও। এ নিয়ে গ্রামবাসীর সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর মাঝে গ্রামবাসীর পক্ষে নেতৃত্ব দেন সাফিন হক। উক্ত বিবদমান জমি নিয়ে উভয়পক্ষের মাঝে প্রায় ৭ বছর ধরে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। ইতিমধ্যে আদালত থেকে উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করা হয়। সম্প্রতি মিলন মিয়া বিরোধপূর্ণ জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেন। শুক্রবার জমির দখল নেয়ার প্রস্তুতিও নেন তিনি। এ খবর গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়লে শনিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইঘন্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। এর মাঝে আশংকাজনক অবস্থায় নাজিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও লিটন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে মনতৈল গ্রামের কামাল মিয়ার নিকট থেকে কিছু জমি কয়েক বছর পূর্বে বন্ধক রাখেন একই গ্রামের রেনু মিয়া। উক্ত জমির বন্ধকের টাকা ফেরত না দিয়েই জমিটি ফেরত নিতে চান কামাল মিয়া। এনিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এর জের ধরে উভয়ের পক্ষের লোকজন শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামাল মিয়ার পক্ষের মহারাজ মিয়া এবং রেনু মিয়াকে আটক করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান জানান, বর্তমানে উভয় গ্রামের পরিস্থিতি শান্ত আছে। তেঘরিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।