হাওর উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

27

তাহিরপুর থেকে সংবাদদাতা :
হাওরকন্যা বলে খ্যাত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাকে হাওর উপজেলা ঘোষণার দাবিতে বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর বাজারে মানববন্ধন করছে উপজেলায় কর্মরত বিভিন্ন পেশাজীবী ও তাহিরপুরের সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধন শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপিও তারা পেশ করেন।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে ও শিক্ষক আজিজুল ইসলামের পরিচালনায় মানববন্ধন চলা কালে হাওর উপজেলা ঘোষণার দাবিতে বক্তব্য রাখেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন,রিক্তা রানী গাঙ্গুলি প্রমুখ।