পীর হবিবুর রহমানের গ্রন্থের প্রকাশনা কমিটির সভা

29

বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত জননেতা পীর হবিবুর রহমানের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞার আলোকে লিখিত পীর হবিবুর রহমান তাঁর জীবন ও সময় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী ৯ মার্চ শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত ৬ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা গণতন্ত্রী পার্টির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
গ্রন্থ প্রকাশনা কমিটির আহবায়ক ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, ন্যাপ সভাপতি আব্দুল মতিন, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এ.কে কিবরিয়া চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেটের আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, প্রকাশনা কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস বাবুল, ঐক্য ন্যাপের সভাপতি সুবল চন্দ্র পাল, অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, সৈয়দ ছয়েফ আহমদ খান, গুলজার আহমদ, হুমায়ূন রশীদ সোয়েব, কুমার গণেশ পাল, আজিজুর রহমান খোকন, শংকর ঘোষ প্রমুখ।
আগামী ৯ মার্চের প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আজিজ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জননেতা পংকজ ভট্টাচার্য, জননেতা মনজুরুল আহসান খান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি ও গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ শিকদার, রফিকুর রহমান লজু, মাহবুবুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেট সকল প্রগতিশীল নেতাকর্মীদের প্রতি সভায় উদাত্ত আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি