দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ ভোটার ও দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে এখন সর্বত্র। এ আসনে মাঠের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন আ’লীগের মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক ও বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান। এ লড়াইয়ে ভাগ বসাতে চাইছে জাতীয়পার্টির মনোনীত তরুণ প্রার্থী এড. নাজমুল হূদা হিমেল।
সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টারে ছেয়ে গেছে ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার প্রত্যন্ত এলাকা। প্রত্যন্ত এলাকার ভোটার ও দলীয় নেতা কর্মীরা নিজেদের সমর্থিত প্রার্থী এবং দলীয় প্রতিকের মিছিল-মিটিং করতে দেখা গেছে। বড় দুই দলের সংসদ সদস্য প্রার্থীদের দুই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
এ আসনে ৭ জন সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক (নৌকা), বিএনপি-২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান (ধানের শীষ), জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), খেলাফত মজলিসের মনোনীত দলের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাও. হুসাইন আল হারুন (হাতপাখা), ন্যাপ মনোনীত আব্দুল ওয়াদুদ (কুঁড়েঘর), বিএনএফ মনোনীত আশরাফ হোসেন (টেলিভিশন), গণফোরাম মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী (উদীয়মান সুর্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯শত ৬৪। তন্মধ্যে দোয়ারাবাজার উপজেলা ১লাখ ৫৪ হাজার ২২৯ জন ভোটার এবং ৫৯ টি ভোট কেন্দ্র রয়েছে। ছাতক উপজেলায় ২লাখ ৬১ হাজার ৭শত ৩৫ জন ভোটার এবং ১০০টি ভোট কেন্দ্র রয়েছে।
সাধারণ ভোটাররা মনে করছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন জমে উঠেছে। বড় দুই দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে মাঠের লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে পারলে এ আসনে সেয়ানে সেয়ানে লড়াই হবে। শেষ পর্যন্ত একটি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন এ আসনের সাধারণ ভোটাররা।
এ দিকে মান্নারগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি সদস্য আকিুর রহমান আকিক, হারিছ মিয়া, আব্দুল কাদিও প্রমুখ জানান, আ’লীগের মনোনীত প্রার্থী জননেতা মুহিবুর রহমান মানিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখানে আ’লীগ বিপুল ভোটে বিজয়ী হবে।