দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার প্রবীণ শিক্ষাবিদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারকে লাঞ্ছিতকারী বখাটে হারুনুর রশীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন সাবেক বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও জনপ্রতিনিধিরা।
সোমবার সন্ধ্যায় উপজেলার টেংরা বিজয় ৭১ চত্বরে প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীকের সভাপতিত্বে ও জাহেদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা বলেন, শাহজাহান মাস্টার দোয়ারাবাজার উপজেলার রাজনৈতিক অঙ্গনের অন্যতম একজন অভিভাবক ও সম্মানিত ব্যক্তিত্ব। গত শনিবার এক সালিশ বিচারের সময় লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বিএনপি’র বহিষ্কৃত নেতা হারুনুর রশীদ অসাধাচারণ করায় গোটা উপজেলাবাসী আজ বিক্ষুব্ধ। ওই দিন শাহজাহান মাস্টার দলীয় সিদ্ধান্তের কারণে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে কথা কাটাকাটির জেরে হারুনুর রশীদ তার সঙ্গে অশালীন আচরণ করায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবিলম্বে তার দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে উপজেলার ইউনিয়নে ইউনিয়নে বিক্ষোভ সমাবেশে ডাক দেন বক্তারা।
এ সময় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, নরসিংপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভুঁইয়া, বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, আব্দুল মজিদ বীরপ্রতিক, আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল, মশিউর রহমান মাস্টার, নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খয়ের।