শেষ হলো ৭ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও একুশে বইমেলার

18

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে শেষ হলো ৭ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও একুশে বইমেলার। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার স্টলে পাঠকের বিপুল সমাগম ও বর্ণাঢ্য লোক সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে বাড়ি ফিরলো আগত দর্শনার্থীরা। গতকাল (৪ মার্চ) বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত চলে সমাপনী দিনের আয়োজন। একদিকে লোকগানের সুর অন্যদিকে বইপ্রেমী পাঠকদের নতুন নতুন বইয়ের স্বাদ গ্রহণ। এ যেন এক অপূর্ব মিলনমেলা। জেলা শিল্পকলা একাডেমিতে এমনই প্রাণবন্ত আয়োজন চলে বিগত গত ৭ দিন। ২৬ মার্চ বিকাল ৪টায় আয়োজনের মাঙ্গলিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিজ্ঞপ্তি