দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের ফুজালা সম্মেলন ॥ সনদ পরীক্ষায় সকল কিরআতী বোর্ডকে একটি শিরোনামের অধীনে আসা উচিত

184

দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড সিলেট বাংলাদেশের ফুজালা সম্মেলন ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন পৃথিবীর এই অশান্তিময় সময়ে একতা, সততার পাশাপাশি আদর্শে অটল থাকতে হবে। ব্যাপকহারে কুরআন চর্চা করতে হলে নিজেদেরকে এক এবং নেক রাখতে। মনে রাখতে হবে লক্ষ্য অর্জন করতে হলে ঐক্যের বিকল্প নেই। জানা কথা, যে সমাজে একতা আছে সেই সমাজ এগিয়েছে। বক্তারা দারুল কিরাত আল মাদানিয়ার প্রশংসা করে সকল কেরাআতী বোর্ডের উদ্দেশ্য বলেন, কওমি মাদরাসাগুলোতে যেভাবে দাওরায়ে হাদীসের পরীক্ষা একই বোর্ডের অধীনে নিয়ে আসা হয়েছে, ঠিক সেভাবেই কেরাতী বোর্ডগুলোর সর্বোচ্চ ক্লাস “সনদ শ্রেণীকে” একই বোর্ডের অধীনে নিয়ে আসা উচিত। কুররাগণের মাঝেও ঐক্য গড়তে হবে। যদি তা করা হয় তাহলে ইলমে কেরাতের মান বাড়বে। সম্মিলিত ভাবে ইসলামের খেদমত হবে। ঐক্যবদ্ধ হয়ে সহীশুদ্ধ কুরআন চর্চা করলে সকলের মর্যাদা বৃদ্ধি পাবে।
বোর্ডের মহাপরিচালক ক্বারী মাওলানা হুমায়ুন কবীর বাবরের সভাপতিত্বে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দরগাহ মাদরাসার মুহতামিম ও দারুল কিরাত আল মাদানিয়ার প্রধান পৃষ্ঠপোষক মুফতি আবুল কালাম জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারি ক্বারী মাওলানা আব্দুল হামিদ, প্রখ্যাত লেখক ও গবেষক কবি মুসা আল হাফিজ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি ক্বারী মাওলানা হাবীব আহমদ শিহাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মনজুরে মাওলা, প্রতিষ্ঠাতা সদস্য ক্বারী মাওলানা শফিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ক্বারী মাওলানা জাকারিয়া আল আজাদ, সমাজসেবী কয়েস লোদী।
বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ক্বারী মাওলানা হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় সুচিত অনুষ্ঠানে প্রায় ২০০জন ক্বারীকে সনদ প্রদান করা হয়। প্রেরণা পুরস্কার দেয়া মমতাজ প্রাপ্ত ১৫জন সেরা প্রশিক্ষণার্থীকে। বিজ্ঞপ্তি