শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে শাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নৌমন্ত্রীর পদত্যাগ দাবী

33

শাবি থেকে সংবাদদাতা :
বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে সমাবেশে মিলিত হয়।
শিক্ষার্থী খৈরম কামেশ্বরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাস্ট সাহিত্য সংসদের সভাপতি শুভম ঘোষ, সাস্ট সায়েন্স অ্যারেনার সাবেক সভাপতি রিফাত হায়দার, বনি সরকার, ঝুমন, সাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আমির হামজা, প্রণয় কান্তি বিশ্বাস, ছাত্রফ্রন্ট সদস্য তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের বেতনভোগী পুলিশের সদস্যরা কোমলমতী ছোটছোট শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু প্রসঙ্গে তারা বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।
নৌমন্ত্রী শাহজাহান খানের শ্যালকের মালিকানাধীন জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হলেও তিনি সেটি নিয়ে ঠাট্টা করায় অবিলম্বে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
গত ২৯ জুলাই জাবালে নূর বাসের চাপায় দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নামে দুই কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বেপরোয়া চালকের বিচার চেয়ে রাস্তায় নামে তাদের সহপাঠীরা। গত ৩১ জুলাই (মঙ্গলবার) আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।