জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়ে গতকাল শুক্রবার সুনামগঞ্জের জামালগঞ্জ ফেনারবাঁক নিজ গ্রামে শোকরানা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন শামীমা শাহরিয়ার এমপি। শামীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। আমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত করায় আমার এলাকার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগণের কাছে পৌঁছে দিতে আমি আজীবন কাজ করে যাবো। শোকরানা সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, ব্রীজ, বিদ্যুৎ, কৃষিসহ সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ মতিউর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি