জুড়ীতে মন্দিরে চুরির অভিযোগে আটক ৫

10

জুড়ী থেকে সংবাদদাতা :
জুড়ীতে একটি মন্দিরে চুরির সাথে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার পূর্বজুুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে শিপন আহমদ (২২), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সুহেল মিয়া (২২), পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩০) ও গোয়ালবাড়ি ইউনিয়নের রূপাছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে জসিম মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগষ্ট রাতে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগানের শ্রী শ্রী দূর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরেরা মন্দিরে রাখা বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে জুড়ী থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আটক সুহেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া কাসার মালামাল ও তালা কাটার সাঁড়াশি জব্দ করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।