বসন্তকাল আসলে

24

কাব্য কবির

কোকিল ডাকে কুহু কুহু
প্রজাপতি হাসে
বসে ফুলের পাশে
ভরদুপুরের কালে,
কৃষ্ণচূড়ার রাঙা হাসি
যেনো ফুলের ডালে।

রক্তজবা, পলাশ ফুলে
হিমেল হাওয়ায় দেখো দুলে
ফুলে ছড়ায় মিষ্টি হাসি
যেনো তাহা জোছনা রাশি,
বসন্তকাল আসলে
বসন্তকাল আসলে
মনটা আমার ভালো থাকে
কৃষ্ণচূড়া হাসলে।