সাইফুল ইসলাম মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলায় মোট ৯০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৮ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে যাযাই বাছাই ২০ ফেব্র“য়ারি, প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা ২৭ ফেব্র“য়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ২৮ ফেব্র“য়ারি।
জেলার ৭ উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান।
অপর দিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক।
সোমবার (১৮ ফেব্র“য়ারি) জেলা সদরসহ প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবরে মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চেম্বার সভাপতি মো. কামাল হোসেন।
যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হলে জেলার মধ্যে তিনি একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র প্রার্থী।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। মহিল ভাইস চেয়ারম্যার পদে ৫ জন। মোট ১৪ জন।
তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে রনধীর কুমার দেব (নৌকা) তিনি বর্তমান চেয়ারম্যান।
নতুন হিসেবে জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল কাউয়ুম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। নতুন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনাম হোসেন চৌধুরী, সাবেক যুবদল নেতা মো. লিটন আহমেদ, এম এ রহিম নোমানী, পরিমল দাশ, হাসানুল হক দুলাল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, মোছা. শিরিন আক্তার, হাজেরা খাতুন, পারভীন চৌধুরী।
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মোট -১৬ জন।
তারা হলেন:- চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আছকির খান, স্বতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সাতির মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজান খান, জাসদ নেতা নুরে আলম জিকু ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অনাদি রঞ্জন দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহেদুজ্জামান আনছারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, লুৎফুর রহমান ও আলাল মিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি বেগম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মুক্তি চক্রবর্তী, সুমাইয়া সুমী ও হাসনা আক্তার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার বলেন, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১৬টি মনোনয়নপত্র জমা হয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন রয়েছেন।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। মোট ১১জন।
তারা হলেন:- কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আওয়ামীলীগ), বিদ্রোহী আওয়ামীলীগ ইমতিয়াজ আহমেদ বুলবুল (স্বতন্ত্র), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে আব্দুল আহাদ মিনার ও বিদ্রোহী আওয়ামীলীগের আব্দুল গফুর (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,সাংবাদিক শাব্বির এলাহী, রামভজন কৈরী ও মঈন উদ্দিন ফারুক।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি ও মহিলা আওয়ামীলীগ নেত্রী বিলকিছ বেগম তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন,মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন। মোট ১৪জন।
তারা হলেন:-বড়লেখা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ মনোনয়নপত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও আব্দুন নূর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা ও আমেনা বেগম ডলি, আওয়ামী লীগ নেত্রী ফারহানা বেগম, মুন্না আক্তার মুন্নী, নাজমা বেগম, রাজিয়া বেগম চৌধুরী ও হাজেরা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। মোট ১২ জন।
তারা হলেন, জুড়ী উপজেলায় বর্তমান চেয়ারম্যান গুলশান আরা মিলি চৌধুরী (নৌকা), হল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মুইদ ফারুক,বর্তমান ভাইস চেয়ারম্যান কিশোর রায় মনি।
ভাইস চেয়ারম্যান বর্তমান রিংকু রঞ্জন দাস, আব্দুস শহীদ মাওলানা, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা, চা শ্রমিক নেতা সুমন্ত বাউরী, গোলাম জাকারিয়া, শামীম আহমদ।
মহিলা ভাইস পদে বর্তমান চেয়ারম্যান রণঞ্জিতা শর্ম্মা, সাবেক ভাইস চেয়ারম্যান আজিবুন খাঁনম, শিল্পী বেগম।
কুলাউড়া চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। ১৫ জন।
তারা হলেন: কুলাউড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান আ,স,ম কামরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফী আহম্মদ সলমান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খাঁন, টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হোসেন মনোনয়নপত্র জমা দেন।
মহিলা চেয়ারম্যান বর্তমান নেহার বেগম, মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মোছাম্মাৎ সাহানারা আক্তার।
ভাইস চেয়ারম্যান বর্তমান আল ইসলার উপজেলা সাধারণ সম্পাদক মো. ফজলুল হক খাঁন সায়েদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিউর রহমান মতই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, লংলা চা বাগানের রাজ কুমার কালোয়ার, আব্দুল আহাদ ও হুমায়ন কবির শাহান।
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মোট ৮ জন।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৩ প্রার্থী হলেন-আলউর রহমান টিপু, এমদাদাদুর রহমান রেনু, আব্দুল মতিন।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৪ প্রার্থী হলেন- শাহিন রহমান, রাশিদা খান, মিতা ভুঁইয়া ও মিলি আছিয়া রহমান।