প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী ও সিলেট আ’লীগের কার্যালয় উদ্বোধন ॥ গণমানুষের আস্থার প্রতীক শেখ হাসিনা

117

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর সোবহানীঘাটস্থ চালিবন্দরে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দুআ ও শিরণি বিতরণ করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়মী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় আলোচনাসভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে কাক্সিক্ষত স্বাধীনতা, প্রতিষ্ঠা পায় লাল সবুজ পতাকার স্বপ্নের দেশ- স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে জনমানুষের দল আওয়ামী লীগ মানুষকে যখন মুক্তির পথ দেখিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে। তখনই সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এরপর দলকে এগিয়ে নিতে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা। শেখ হাসিনা অদম্য, দল এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম করে আজ আওয়ামী লীগকে নিয়ে এসেছেন অনন্য উচ্চতায়। মানুষের আস্থা অর্জন করেছেন। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগকে জনগণের রায়ে সরকারে আনেন। ঘুরে দাঁড়ায় বাংলাদেশ-এ যেন অন্য বাংলাদেশ, এগিয়ে যেতে থাকে উন্নয়নের পথে, মানুষ আবার বাঁচতে শেখে, স্বপ্ন দেখতে শুরু করে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থেকে শেখ হাসিনা গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন, শত বাঁধা আসলেও অধিকার আদায়ের জন্য রাজপথ পথ ছাড়েননি। কিন্তু তাঁকে রাজনীতি থেকে সরাতে এমনকি প্রাণ সংহার করতে চলেছে একের পর এক ষড়যন্ত্র। ১৯ বার তাঁকে হত্যার চেষ্টা করা হয়, বাংলার মানুষের ভালোবাসায় তিনি প্রাণে বেঁচে যান। সেই দেশপ্রেমিক, রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী ও দেশরতœ শেখ হাসিনার জন্মদিন আজ। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।
বক্তারা আরো বলেন, আমাদের কার্যালয় ছিলো না, এখন কার্যালয় হয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমরা দলীয় কার্যালয় থেকে সকল কার্যক্রম পরিচালনা করবো। বিশ্ববরেণ্য নেতা শেখ হাসিনার জš§দিনে সিলেট আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন হলো। এই কার্যালয় নেত্রীর জন্মদিনের উপহার। বক্তারা বলেন, সামনে সংসদ নির্বাচন অনেকেই সিলেটের বিভিন্ন আসনে প্রার্থী হতে চাচ্ছেন। তবে নেত্রী যাকে প্রার্থী করবেন আমরা তাঁর জন্যই কাজ করবো। নেত্রীর পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ শ্রম দেব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, কয়েস গাজী, এডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিৎ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, হুমাইয়ুন ইসলাম কামাল, নুরুল ইসলাম পুতুল, সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, এটিএম হাসান জেবুল, তপন মিত্র, সাইফুল আলম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, আজহার উদ্দিন জাহাঙ্গির, আজাদুর রহমান আজাদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, ডাক্তার আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, নুরুল আমিন, আসমা কামরান, আবু জাহিদ, সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কামাদ চৌধুরী, আব্দুস সুবহান, আলম খান মুক্তি, জালাল উদ্দিন কয়েস, অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, সেলিম আহমদ সেলিম, মুশফিক জায়গীরদার, দেবাংশু দাস মিঠু, নাজমুল আলম রুমেন, হিরন মাহমুদ নিপু, শাহরিয়ার আলম সামাদ, এমরুল হাসান, আব্দুল বাছিত রুম্মান, আব্দুল আলীম তুষারসহ অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরতœ শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কুশিঘাটস্থ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘ইনুর ইশকুল’-এর শিশুদের অংশগ্রহনে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শতাধিক শিশুদের আপ্যায়ন করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলার সাধারণ সম্পাদক পিংকু ধরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সমাজকর্মী ইমতিয়াজ রহমান ইনু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সৈয়দ ইসলাহ উদ্দিন মাহবুব, মাহবুবুর রহমান সাদিক, মিলাদ হোসেন, আহমেদ ইসমাইল রুহেল, একরাম চৌধুরী, লিটন তালুকদার, সাঈদ আহমদ, দিব্য জ্যোতি সী, ইমদাদুল ইসলাম পাপ্পু, আবীর কর্মকার, আবুল কালাম, সাহেল আহমেদ, রুয়েত আহমদ প্রমুখ।
মহানগর শ্রমিকলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর চৌধুরী, মহানগর রিক্সা শ্রমিক লীগের সভাপতি বুরহান উদ্দিন ভান্ডারী, মহানগর অটোরিক্সা সিএনজি শ্রমিক লীগ সভাপতি আবু তাহের নানা ভাই, সাধারণ সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা ফরিদ উদ্দিন, মহানগর অটোরিক্সা সিএনজি শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক অনুর চৌধুরী, মহানগর হকার্র্সলীগের সভাপতি শফিকুর রহমান, শ্রমিক লীগের সদস্য শাহজাহান মিয়া, জাহাঙ্গীর, ফরহাদ, সোহেল আহমদ, জুনেদ আহমদ, সোহাগ আহমদ প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহজাহান আলম।
মহানগর যুবলীগ : রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষে তার শারীরিক সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বিশিষ্ট কূটনীতিবিদ ড. এ কে আব্দুল মোমেন।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীর, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, রাহেল আহমদ চৌধুরী, ইলিয়াছুর রহমান জুয়েল, লাহিন আহমদ, আনিসুজ্জামান আনিস, আনিসুর রহমান তিতাস, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, ইমামুর রহমান লিটন, মিনহাজ চৌধুরী লিটন, ইকবাল হোসেন, গোলজার আহমদ জগলু, মুজিবুর রহমান, তোফায়েল আহমদ তারেক, আমির হোসেন জুবেল, ফারুকুল ইসলাম ফারুক, সাইদুর রহমান, দেলোয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, আবু সুফিয়ান উজ্জ্বল, জাহির চৌধুরী, মুহিবুর রহমান মুন্না, আমিনুল ইসলাম সোহেল, ওমর ফারুক, ওবায়েদ বিন বাসিত সুমন, তারেক আহমদ চৌধুরী, হোসেন আহমদ, সাকারিয়া হোসেন সাকির, বুলবুল চৌধুরী, ইয়াসিন আহমদ, এমদাদ হোসেন ইমু, রবিন আহমদ অপু, মাসুদ আহমদ, হাসনাত চৌধুরী শিপলু, ইসলাহ উদ্দিন বাবলু, রূপম আহমদ, সেলিম উদ্দিন, বাপ্পী দাস, আবির হাসান রানা, জামাল আহমদ, শাহীন আহমদ, আব্দুল আহাদ, আব্বাস আহমদ, আকমল হোসেন মালাই, আব্দুস সালাম শাহেদ, নাসির আহমদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম সানী, আব্দুল কাদির সেলিম, নাজিম উদ্দিন রাজন, নাজমুল ইসলাম চৌধুরী, সাফলু আহমদ, আজহার উদ্দিন সিজিল, রুহুল আমিন, আবুল কাশেম, আব্দুল ওয়াদুদ সোহাগ, সোহেল আহমদ, মামুন আহমদ, সাদেক ইবনে খান, রিপন কোরেশী, কবির আহমদ, সাইদ খান সিজান, সাবেল আহমদ, আব্দুস সালাম, টিপু সুলতান, অমিত জিত, জুনায়েদ আল হাবিব, অনুজ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি