জৈন্তাপুরে কবরস্থানের সীমানা নিয়ে সংঘর্ষে আহত ২

129

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুরে কবরস্থানের সীমানার দেয়াল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত ময়না মিয়ার ছেলে নাছির উদ্দিন (৪০) ইউসুফ আলীর ছেলে নজমুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেমু ভাটপাড়া গ্রামের নাছির উদ্দিন ও নাজমুল ইসলামের মধ্যে বাড়ীর ভুমি এবং সীমানা নিয়ে র্দীঘদিন যাবৎ বিরোধ ছিল। তার পর গ্রামের স্থানিয় মুবব্বিয়ান বসে গত বছর জরিপের মাধ্যমে বিরুদ পুর্বক জমির দুই পাশে পিলার বসিয়ে সমাধান করেন। গতকাল শুক্রবার সকাল থেকে সমাধান হওয়া ভূমিতে নাছির উদ্দিন গার্ড ওয়াল বসানুর জন্য মিস্ত্রী নিয়ে কাজ করছিলেন। সকাল ১১ টার সময় হঠাৎ করে নাজমুল ও তার গংরা দেশীয় অস্ত্র নিয়ে এসে গার্ড ওয়াল না দেয়ার জন্য নিষেধ করেন এবং ওয়ালের খুঁটি উপড়ে ফেলেন। এ সময় নাছির উদ্দিন নাজমুলকে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় নাজমুল ও গংরা নাছির উদ্দিনের উপর হামলা চালায়। এ সময় নাছির উদ্দিন এর ভাই আব্বাস উদ্দিন এগিয়ে আসলে তার উপর ও হামলা চালিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুই পক্ষকে সরিয়ে দেন এবং মীমাংসা নিষ্পত্তির জন্য স্থানীয় মুবব্বিয়ান বসে বিচারের আওতায় নিয়ে আসেন। আহত নাছির উদ্দিন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনর্চাজ খান মোঃ মাইনুল জাকির জানান, আমরা সংঘর্ষের কোন অভিযোগ পাইনি।