স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টি.এম মুহী উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা জজশিপ ও সিলেট কালেক্টরেট এর অধীনে সকল আদালতে আইনজীবীদের পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার সকাল ১১টায় আদালত পাড়া থেকে মৌন প্রতিবাদ মিছিলটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ উক্ত প্রতিবাদ সভা এবং মৌন মিছিলে অংশ গ্রহণ করার জন্য সমিতির সকল বিজ্ঞ সদস্য, প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপস্থিত সুধীবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট টি.এম. মুহী উদ্দীন (মাহি) গত ২৬-০৬-২০১৭ইং তারিখে পবিত্র ঈদুল ফিতরের দিন তার নিজ গ্রামে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীগণ কর্তৃক গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। তিনি উক্ত বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির গত ২৯-০৬-২০১৭ তারিখের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মতে অদ্য পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রতিবাদ সভা ও মৌন মিছিল করার সিদ্ধান্ত সহ উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় মূল আসামীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক দ্রুত বিচার আইনে মামলার বিচার কার্য পরিচালনার জোর দাবী জানান এবং আইনজীবী সমিতির সকল আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন (মাহি’র) সকল মামলা একযোগে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে মর্মে অবহিত করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সমিতির কার্যনির্বাহী কমিটির সহিত উক্ত বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে বলে অবহিত করেন। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা তার বক্তব্যে বলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য টি.এম. মুহি উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান এবং ইহার কোরূপ ব্যথ্যয় ঘটিলে সারা দেশের বিজ্ঞ আইনজীবীদের নিয়ে পরবর্তীতে কর্মসূচী গ্রহণপূর্বক কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করেন। তিনি সমিতির সকল সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপস্থিত সকল সুধিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উক্ত প্রতিবাদ সভা ও মৌন মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিলেটের বিজ্ঞ জি.পি. এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল, বিজ্ঞ ভি.পি. জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট দীনা ইয়াসমিন, সিনিয়র সদস্য এডভোকেট মিনহাজ উদ্দিন খান, এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, এডভোকেট অশেষ কর, এডভোকেট শহিদুজ্জামান, সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই, কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম-সম্পাদক এডভোকেট মোহাম্মদ আকমল খান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ এমদাদুল হক, সহ-সম্পাদক এডভোকেট দিলরুবা বেগম কাকলী, সহ-সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ শিপন, সহ-সম্পাদক এডভোকেট প্রবাল চৌধুরী (পুজন), সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ বেলাল উদ্দিন, এডভোকেট মোঃ গোলাম রাজ্জাক চৌধুরী, এডভোকেট আব্দুল মজিদ খান (মানিক), এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট মোস্তফা দিলওয়ার আল-আজহার, এডভোকেট মোঃ জোবায়ের বখত জুবের, সিনিয়র সদস্য এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সালমা সুলতানা, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট রাশিদা সাইদা খানম, এডভোকেট আসমা বেগম,এডভোকেট আবুল ফজল, এডভোকেট মোঃ ফখরুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামিম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান (ফাহমি), এডভোকেট জয়নুল হোসেন রুবেল, এডভোকেট ফারহানা রব সাথী, এডভোকেট টি.এম. তাহমিনা তাফাস্সুম, এডভোকেট ডালিয়া বেগম।