বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

21

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, উদযাপন পরিষদের আহবায়ক রোটারিয়ান আসাদুজ্জামান, মানবাধিকার নেতা মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, যুক্তরাজ্য প্রবাসী নজির উদ্দিন আহমদ, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, হাকীম ছাদউল্লাহ বাচ্চু, এডভোকেট রাশিদা সাঈদা খানম, এনামুল হক লিলু, খালেদ মিয়া, জাহাঙ্গীর আলম, মো. বেলাল উদ্দিন, লায়ন মিছবাহ উদ্দিন, শফিকুর রহমান শফিক, ইউসুফ সেলু, আব্দুর রহিম তালুকদার, বাদল পুরকায়স্থ, আলী আহসান হাবীব, হাফিজুর রহমান, মামুন চৌধুরী, আলমগীর আলম, উজ্জ্বল হাসান চৌধুরী জীবন, মো. জিয়ারত হোসেন খান, এডভোকেট শিরিন আক্তার, শিরিন চৌধুরী, আলী হোসেন আলীম প্রমুখ। বিজ্ঞপ্তি