সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায় বলেছেন, বর্তমানে আমাদের স্বাস্থ্য খাতের উন্নতি উপরের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কর্মীরা তাদের দক্ষতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করছে। দেশের উন্নয়নের লক্ষ্যে দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায় মানসম্পন্ন স¦াস্থ্য সেবা বাড়াতে হবে। বিশেষ করে বর্তমান ডিজিটালের যুগ হিসেবে আমাদেরকে ডিজিটাল যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে।
সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে ইউনিসেফ’র সহযোগিতায় গতকাল বুধবার আয়োজিত ‘ইপিআইকে শক্তিশালী করতে সামাজিক ও আচরনগত উন্নয়ন’ বিষয়ক বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিসেফ সিলেট বিভাগের ফিল্ড অফিসের হেলথ অফিসার ডা. মো. সালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা: মো: আনিসুর রহমান, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আহমদ, বিশ^নাথের ডা: আব্দুর রহমান মুসা, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর মনসুর আসযাদ, সিলেট ইউনিসেফের চীফ অফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট হেলথ এন্ড সি ফর ডি কনসালটেন্ট মো: বদরুল ইসলাম। বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রধান শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি