কাজিরবাজার ডেস্ক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। অন্যদিকে কিশোরগঞ্জ-১ আসনের পুনর্র্নিবাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ওই দুটি পদে দলের চূড়ান্ত প্রার্থীর নাম সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক সূত্র জানায়, যৌথসভায় দীর্ঘ আলোচনার পর তাদের দু’জনের মনোনয়ন চূড়ান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসির মেয়র পদে আতিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে দল মনোনীত এমপি প্রার্থী ডাঃ জাকিয়া নূর লিপিকে নির্বাচিত করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীকে নির্দেশ দেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে দল ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে।
বৈঠক সূত্র জানায়, যৌথ সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন।