স্টাফ রিপোর্টার :
নগরীর চৌহাট্টায় কর্তব্যরত ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করেছেন প্রকল্পের এক কর্মকর্তা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় পুলিশ এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে। তানজিল বিয়ানীবাজার একটি বাড়ী একটি কামার প্রকল্পের কর্মকর্তা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তানজিল আহমদ মোটর সাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে আসছিলেন। চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়ানওয়ে রাস্তার বিপরীত দিকে যেতে চাইলে কর্ত্যরত ট্রাফিক সদস্য মো. আলী তাকে বাধা দেন। এসময় তানজিল আহমদের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তানজিল মোটর সাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্য মো. আলীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এসময় চৌহাট্টা পয়েন্টে থাকা অন্য ট্রাফিক সদস্যরা এসে তাকে আটক করেন এবং তার মোটর সাইকেলটি জব্দ করেন।
কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম মিঞা জানান, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। প্রকল্প কর্মকর্তা তার ভুলস্বীকার করেছেন। তাই এ ঘটনায় মামলা না হওয়ার সম্ভাবনা বেশী বলে জানান তিনি।
এ ব্যাপারে মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, ট্রাফিক সদস্যের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।