শাকিব খান
সকাল হলে ফুলের বাগান
মিটি-মিটি হাসে,
পদ্মের বুকে শিশির কণা
মুক্ত হয়ে ভাসে।
পুকুর পাড়ে হাসগুলোর
শিশির ভরা গায়ে,
শীত সকালে গাঁয়ের মানুষ
মগ্ন থাকে চায়ে।
অতিথি পাখি আহার পেতে
চারি-পাশে ঘুরে,
ভোর হলে পাখিরা সব
গায় মধুর সুরে।
কৃষাণ চোখে সপ্ন দেখে
খুশিতে গায় গীত,
আমার ভালো লাগে এটাই
মজার ঋতু শীত।