শাহী ঈদগাহে ঈদের জামায়াতে জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু না নেয়ার আহ্বান

18
সিলেটের ঈদে আইন শৃংখলা পরিস্থিতি ও জনগণের করণীয় এসব বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

স্টাফ রিপোর্টার :
ঈদের জামাতে শাহী ঈদগাহে জায়ানামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ আহ্বান জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে নগরীর শাহী ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিতোষ ঘোষ বলেন, সিলেটে কোন অপ্রীতিকর ঘটনার হুমকি নেই। তবুও শাহী ঈদগাহসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে। পরিতোষ ঘোষ বলেন, সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। তাই ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। শাহী ঈদগাহর প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সেখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। ঈদ জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নিতে মুসল্লীদের প্রতি আহবান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, বিভুতি ভুষণ ব্যানার্জি, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. ইসমাইল প্রমুখ।