শাবিতে আন্ত:বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিইপি

29

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লের আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে গণিত বিভাগকে হারিয়ে চ্যা¤িপয়ন হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলার শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হন সিইপি বিভাগের ছাত্র তাপশ মহন্ত ও ম্যান অব দ্য সিরিজ হন একই বিভাগের ছাত্র খালিদ সাইফুল্লাহ কানন।
ফাইনাল খেলার পর দুপুরে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং ক্রীড়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে চ্যা¤িপয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ট্রফি তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এছাড়া সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন আম্বিয়া এবং গণিত ও সিইপি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থেকে ২৮টি বিভাগের অংশগ্রহণে এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।