মোঃ জাহাঙ্গীর আলম
মহান আল্লাহ্ সৃষ্টির মাঝে
ফুঁকে দিলেন প্রাণ,
তাইতো সৃষ্টি প্রভুর দয়ায়
পাচ্ছে ভবের ঘ্রাণ।
বাঁচা মরা তারই হাতে
সৃষ্টি জগত জানে,
সৃষ্টি সকল সুরের তানে
তাকেই প্রভু মানে।
ধরার বুকে প্রাণের মায়া
সবার মাঝে থাকে,
জীবন মরণ সত্য প্রীতি
হৃদয় কোণে আঁকে।
প্রাণ পাখিটা উড়ে গেলে
পরে থাকবে সব,
সারাজীবন কি করেছো
হিসেব নিবেন রব?
দেহের মাঝে সুস্থ সতেজ
আছে যখন প্রাণ,
সঠিকভাবে গাইবো তখন
মহান প্রভুর গান।