কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর খেকুদের ধ্বংসলীলা বিরুদ্ধে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর কোয়ারীতে বাংলাদেশ বডার গার্ড বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। কোয়ারীতে শতশত বড় বড় গভীর গর্ত তৈরী করে স্কেভেটর, ফেলোডার দ্বারা তান্ডব চালিয়ে পাথর উত্তোলন ও কোয়ারী এলাকার পরিবেশ হুমকীর সম্মুখিন এবং এসব অবৈধ পাথর উত্তোলনকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর বিষয়টি সিলেটের ঊর্ধ্বতন প্রশাসন ও স্থানীয় প্রশাসনের টনক নড়ে উঠে।
জানা যায়, সংবাদ প্রকাশের পর গতকাল বুধবার সকাল থেকে স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের জোয়ানরা প্রশাসনের নির্দেশে কোয়ারীর ভালুক মারা চরসহ বিভিন্ন যায়গায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী অভিযান চালান। বিজিবি জোয়ানদের অভিযানের সংবাদ টের পেয়ে মুহূর্তের মধ্যে কোয়ারীরর শতশত বড় বড় পাথরের গর্ত থেকে পাথর উত্তোলনের সরঞ্জামাদি পাথর ব্যবসায়ীরা সরিয়ে ফেলেন। স্কেভেটর, ফেলোডার ও বেলাই বোমা মেশিনগুলি অন্যত্র লুকিয়ে নেওয়া হয়। অভিযানের সময় কোয়ারী থেকে পাথর উত্তোলন সাময়িক বন্ধ করে ফেলেন শ্রমিকরা। এর আগে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং কোয়ারীরর সতিপুর ও তেরহালিতে অভিযান চালিয়ে কয়েটি গর্তের শেলো মেশিন পুড়িয়ে ও ভেঙ্গে নষ্ট করেন। ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন, লোভাছড়া পাথর কোয়ারী সিমান্তবর্তী র্দূগম এলাকায় অবস্থিত হওয়ায় একসাথে কোয়ারীতে অভিযানে প্রশাসনকে হিমশিম খেতে হয়। আমরা সবসময় কোয়ারীতে যারা নির্দেশ অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে বেআইনি ভাবে পাথর উত্তোলন করে থাকেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পাশাপশি কোয়ারী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধে বর্তমানে বিজিবি বড় ধরনের ভূমিকা পালন করছে। সীমান্তবর্তী ৫ কিলোমিটার এলাকায় যে কোন ধরনের অবৈধ ও বেআইনি কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজিবি ব্যবস্থা নিতে পারে। তিনি আরো বলেন, শুধু মাত্র প্রশাসন দিয়ে কোয়ারী এলাকায় বেআইনি তৎপরতা বন্ধ করা সম্বভ নয় এলাকার পরিবেশ বজায় রাখতে সচেতন মহলেরও দায়িত্ব রয়েছে। কোয়ারীতে প্রশাসনের অভিযান সামনে আরো জোরদার করা হবে।