নিজাম নুর জামালগঞ্জ থেকে :
ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার হবে শুনে প্রচারণায় শুরু করছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নানাভাবে নিজে ও সমর্থকদের দিয়ে মাঠে প্রার্থীতার বিষয়ে আওয়াজও তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে প্রচারণাও শুরু করে দিয়েছেন তারা। তবে আ’লীগের সম্ভাব্য প্রার্থীদেরই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই তুলনায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়ছে না। জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর মনোবল হারিয়ে বিএনপি নেতাকর্মীরা এখন প্রায় নিষ্ক্রিয়। তাই মাঠে আ’লীগ প্রার্থীরাই আলোচনায় আছেন।
চরম দ্বন্দ্ব-কোন্দলের কারণে এই পরাজয় হয়েছিল বলে মনে করেন আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা। তবে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরনো বিভেদ ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় এবার বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি উপজেলায়ই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। ঐক্যের সেই শক্তি নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনেও তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন।উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন জামালগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, তার সঙ্গে সাবেক দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী মাঠে আছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা শুরু করছেন গণমাধ্যম কর্মী ওয়ালিউল্লাহ সরকার, সাবেক ছাত্রলীগ নেতা গণমাধ্যম কর্মী আকবর হোসেন ও উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম জিলানী আফিন্দী রাজু সহ আরো অনেকেরেই নাম শুনা যাচ্ছে।