লাউয়াছড়া উদ্যানের ভেতরে ট্রেনের চাপায় মায়া হরিণের মৃত্যু

31
ট্রেনের নীচে পড়ে মারা যাওয়া হরিণ।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া সিলেট ঢাকা ও চট্টগ্রাম রেল সেকশনের লাউয়াছড়ার ভেতরে দ্রুতগামী ট্রেনের চাপায় একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।
২ জানুয়ারী বুধবার সকালের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের খাসিয়া পান পুঞ্জি এলাকায় বন বিভাগের লোকজন রেললাইনের পাশে মৃতবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। মায়া হরিণটি ময়না তদন্ত শেষে মাটি চাপা দেয়া হয় বলে জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ।
জানা যায়, বুধবার সকালের দিকে রেললাইনের পাশে মৃতবস্থায় মায়া হরিণটিকে স্থানীয় লোকজন দেখে বন অফিসে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে হরিনটিকে উদ্ধার করে বন অফিসে নিয়ে আসা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান বলেন, প্রাণী সম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন মৃত মায়া হরিণের ময়না তদন্ত হয়েছে। ঢাকা সিলেট রেললাইনের কোন এক ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। সম্প্রতি ট্রেনের চাপায় সেখানে আরও একটি মায়া হরিণের মৃত্যু হয়।