সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে সমৃদ্ধ করেছে। এই অঞ্চলের লোক সাংস্কৃতিক ভান্ডারকে আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব সংস্কৃতিকর্মী দের। তিনি বলেন, শত প্রতিকূলতার মুখোমুখি হয়েও সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও দেশকে অসাম্প্রদায়িক চেতনায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি শতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক সারদা স্মৃতি ভবন এর সংস্কার ও আধুনিকায়নে সংস্কৃতিকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে পড়ে, এটির ঐতিহ্য ধরে রেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে আন্তরিক।
১৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে এগারোটায় সার্কিট হাউসের কনফারেন্স হলে সিলেট জেলা প্রশাসন আয়োজিত সিলেটের সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তে সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আলতাফ হোসেন (উপ সচিব) অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ এইচ এম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বারিষ্টার মো. আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লোক সংস্কৃতি গবেষক আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ, কবি এ কে শেরাম, কবি এনায়েত হাসান মানিক, নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি রানা কুমার সিনহা, আবৃত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি মোকাদ্দেস বাবুল, কবি ও লেখক মাহবুবুজ্জামান চৌধুরী, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, রবীন্দ্র সংগীত শিল্পী প্রতীক এন্দ, নৃত্যশিল্পী সংস্থার সাধারন সম্পাদক নিলাঞ্জনা যুঁই, বাউলশিল্পী বাউল বিরোহী কালা মিয়া, গ্রুপ থিয়েটার ফেডারেশানের নির্বাহী সদস্য তনু দ্বীপ, গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী সাইমুম আনজুম ইভান প্রমুখ।
মত বিনিময় সভা শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্কৃতিকর্মীদের সাথে ঐতিহ্যবাহী শারদাহল পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি