জিয়াউর রহমান জিয়া
কালনী নদীর উত্তর পাড়ে
ছিল মোদের বাড়ী,
দাদা যখন অসুস্থ হলেন
বেচতে থাকি জমি।
দাদার মুখে শুনে ছিলাম
জমি ছিল বেশ,
বেচতে বেচতে সবই এখন
হয়ে গেছে শেষ।
মা বলেন ভেবোনা বাবা
একটা উপায় হবে,
আল্লাহ যদি সহায় থাকেন
সুখের দেখা পাবে।
সুখের আশায় আজও আমি
সপ্ন নিয়ে আছি,
ধল গ্রামে গড়বো বাড়ী
আমি যদি বাঁচি।