হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে গৃহবধূকে হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুব-উল ইসলাম এ রায় দেন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন শহরের অনন্তপুর এলাকার আব্দুল খালেক ও মোহনপুর এলাকার আফজাল হোসেন। এ সময় বিচারক মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৮ জুন ভোরে শহরের অনন্তপুর এলাকার সাহেব আলীর স্ত্রী ২ সন্তানের জননী সৈয়দা খাতুন (২৫) কে ফুসলিয়ে আসামীরা চট্টগ্রাম নিয়ে যায়। ২৪ জুন চট্টগ্রামের হাটহাজারি থানার মান্দারছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করে। পরে পত্রিকায় ছবি দেখে, তার সাথে থাকা প্রেসক্রিপশন ও ভ্যানেটি ব্যাগসহ কাপড়চোপড় দেখে তার স্বজনরা সনাক্ত করেন। এদিকে ৮ জুলাই ওই মহিলার ভাই আব্দুল মতলিব বাদি হয়ে একই এলাকার আব্দুল খালেক, তার স্ত্রী মিনারা খাতুন ও বড় বহুলার আব্দুল হামিদকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে প্রথমে পুলিশ ও পরে সিআইডি মামলাটি তদন্ত করে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার পর বিচারক ওই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামী আব্দুল হামিদ, মোঃ মাহবুব আলম ও মোঃ আশরাফুল আলমকে বেকসুর খালাস দেয়া হয়। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এম আকবর হোসেন ও এডভোকেট হাবিবুর রহমান। আসামীপক্ষে ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও এডভোকেট এম এ নূর খান।