আবু আফজাল সালেহ
নয় মাস জুড়ে একাত্তুরে
সকাল-বিকাল ভোর দুপুরে-
দেশ ছিল রক্তাক্ত,
পাক হায়েনা দোসর নিয়ে
ঝাঁজরা করে অস্ত্র দিয়ে-
বিষথাবায় নখ থাকত।
বীর সেনানি অস্ত্র ধরে
ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে
দেশ করে মুক্ত,
ষোলই ডিসেম্বর একাত্তর
পাক সেনাদের স্বপ্ন ধূসর-
বিজয় হলো যুক্ত।