জিল্লুর রহমান পাটোয়ারী :
মা হাসলে আমি হাসি,
হাসে আমার দেশ –
রক্ত দিয়ে কিনেছি এ দেশ,
সুখেই আছি বেশ।
বোন হাসলে আমি হাসি,
হাসে আমার দেশ –
ভাইয়ের রক্তে পেয়েছি এ দেশ,
তুলনার নাই শেষ।
তাইতো হাসি বিজয়ের খুশি,
রক্ত ঝরার মাসে –
বিজয় পতাকা ছিনিয়ে এনেছি,
উল্লাসে মন হাসে।
বিজয় হাসি উল্লাসে ভাসি,
১৬ ডিসেম্বরে –
শ্রদ্ধা ভরে স্মরণ করি,
বরণ করি তাঁরে।