ছাতকে ব্রীজ একাডেমির ভর্তি কার্যক্রম শুরু

41

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে একাডেমী প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা সম্পন্ন হয়। বাস্তবমুখি শিক্ষা অর্জনে একাডেমি আঙ্গিনায় ফাষ্ট ফুড, বুক, ড্রেস, কসমেটিক্স, হেলথ কেয়ার, বেবিসপসহ মোট ১৬টি স্টলে পসরা সাজিয়ে রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ব্রীজ একাডেমির নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত এসব স্টলগুলোতে শিক্ষার্থীরা ক্রেতা-বিক্রেতা সেজে একে অন্যের স্টল থেকে বিভিন্ন ধরণের পণ্য ক্রয়-বিক্রয় করে। এতে ব্যবসায় লাভ-লোকসান ও পণ্য ক্রয় বিক্রয়সহ স্থাস্থ্যসেবার অভিজ্ঞতার কথা একে অন্যের সাথে শেয়ার করে নেয়।
এ ব্যাপারে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএএমএ, ঢাকা মোর্শারফ গ্রামার স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ও ব্রীজ একাডেমির প্রিন্সিপাল মমতাজ আরা বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যমী ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা ব্রীজ একাডেমি পরিচালিত হয়ে আসছে। ২০১২ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এখানে নার্সারি থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পড়া-লেখা চলছে। তিনি আরো বলেন, আমরা এমন একটি শিক্ষা পদ্ধতি বাস্তবায়িত করছি যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শুধু প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ ফলাফলই নিশ্চিত করবেনা, পাশা পাশি আমাদের সকল শিক্ষার্থীই তাদের মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের নেতৃত্ব প্রদানের উপযুক্ত একজন সফল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। স্কুলটি বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম অনুযায়ি ইংরেজি সংস্করণ প্রদান করে পাঠদান করা হচ্ছে। বিকেলে শিশুদের পরিচালনায় কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে শিশুরা কবিতা, ছড়া, গান পরিবেশন করে।