স্বাধীনতার সুখ

150

রুহুল আমিন রাকিব

খোকা হাসে খুকি হাসে হাসে বনের ফুল
ধবল বকের সারিতে ওই নদীর ভরে কূল।
আকাশ জুড়ে উড়ে চলে হরেক রকম পাখি
মাঠের বুকে ফসল হাসে দেখি মেলে আঁখি।
রাতের আকাশ তারায় ভরে মিষ্টি হাসে চাঁন
ঝিঝি পোকা আপন মনে গায় যে সুখের গান।
সকাল হলে রক্ত লালে পুবে উঠে রবি
তাই না দেখে খোকন সোনা আঁকে গাঁয়ের ছবি।
কলো কলো সুর ধরিয়া নদী বয়ে চলে
শাপলা শালুক মিষ্টি হাসে ওই যে নদীর জলে।
মুক্ত হাওয়ায় মাঠের ফসল লুটোপুটি খায়
শান্তি সুখে সবাই মিলে থাকে খোকার গাঁয়।
আনতে গিয়ে মুক্ত আকাশ সোনার বাংলা দেশ
কতো লোক যে শহীদ হলো হয় না লিখেও শেষ।
যাদের জন্য আজকে সবাই পাইছি স্বাধীনতা
হাজার বছর পরেও জানি নয়তো ভুলার কথা।