নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি পালন করলো ৭ নভেম্বর ৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান

115

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। ৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সে পথ দেখিয়ে গেছেন। তার প্রদর্শিত পথ ধরেই বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে উঠে এসেছে। আর সেজন্যই আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। আজকের এই মহান দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রাম অব্যাহত ভাবে চালিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদল নেতা শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও যুবদল নেতা সাহিবুর রহমান সুজানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাশেদুল হাসান খালেদ, সুহেল মাহমুদ, আখতার আহমদ, ডিএইচ খান মিশু, আবু হানিফ, জুনেদ আহমদ জুবেদ, মারুফ আহমদ, জাহেদ আহমদ, মো. মকবুল হোসেন, এম এ মতিন, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, অলি চৌধুরী, জামিল আহমদ, হেলাল আহমদ, লুৎফুর রহমান, আফজল আহমদ, কয়েস আহমদ, ইসাহক আহমদ, ময়নুল কোরেশী, শুয়েব আহমদ, আব্দুল জলিল, জিএম চৌধুরী সেলিম, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন ময়নুল, মাজেদ খান, আব্দুল হাসিব, জুনেদ আহমদ, শাহীন আহমদ, রুবেল ইসলাম, মিসলু আহমদ রাজ, রাসেল আহমদ, রাজন আচ্রার্য্য,ে খায়রুল ইসলাম খলন, ইমরান খান, নজরুল ইসলাম, আহসান হাবীব, জাহেদ আহমদ, এম এ সামাদ, জুনেদ আহমদ রাফি, শহিদ আহমদ, সাহেল আহমদ, শিপু আহমদ, সাফকাত আহমদ মুন, অপু আহমদ, কয়েস আহমদ, রুবেল আহমদ, মোশাহিদুল ইসলাম মাহি, এমদাদুল হক নোহান, ফরহাদ আহমদ হৃদয়, তুহিন আহমদ, এমদাদুল হক রাহাত, সুফিয়ান আহমদ, জিসান আহমদ, ইমরান আহমদ, রাজু আহমদ, সামুজ্জামান, সানি আহমদ, সানওয়ার হোসেন, মুসা আহমদ, রুবেল আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।
জেলা বিএনপি : মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাথা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারতো। ৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছিলাম, তেমনই ৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমরাই আধিপত্যবাদী-সা¤্রাজ্যবাদী গোষ্ঠীর হাত থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিলাম। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবেই। অবৈধ সরকার বিপ্লবের চেতনাকে ভয় পায়, তাই তারা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে। অথচ বিপ্লব এদেশের মানুষের শিরায় শিরায় বহমান। আর ক্ষমতাসীন গোষ্ঠী দেশ-জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্র“। তাই যতই জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো, বিপ্লবীদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
মঙ্গলবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক উপরোক্ত কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম-এর সভাপতিত্বে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল-এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দেশপ্রেমিক জনতা মহান মুুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার ৭৫ সালের ৭ নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখেই সিপাহি জনতার বিপ্লব সংঘটিত হয়। এর মাধ্যমে বাংলাদেশকে নিয়ে সা¤্রাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছিল। অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে আজও আধিপত্যবাদীরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে। তাই ৭ নভেম্বরের জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দীপ্ত শপথ নিতে হবে।
সভায় জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের আশু রোগ মুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন আবুল কাহের চৌধুরী শামীম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, তাতী বিষয়ক সম্পাদক অহিদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, হানুর ইসলাম ইমন, লিটন আহমদ, এখলাছুর রহমান মুন্না, দুলাল রেজা, আলী আকবর রাজন প্রমুখ।
উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, জিয়াউল বারী চৌধুরী শাহীন, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, জেলা উপদেষ্টা সিরাজ মিয়া, হাজী আব্দুর রব কাঞ্চন, বশির মিয়া, জেলা যুগ্ম সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমদ রিফা, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ওলীউর রহমান ডেনি, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মৎস্য সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন ও এডভোকেট তাজ উদ্দিন মাখন, সহ-যুব সম্পাদক আব্দুল মালেক, সহ-কুটির শিল্প সম্পাদক শাহ মাহমুদ আলী, সহ-ত্রাণ সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-শিশু সম্পাদক দিলোয়ার হোসেন জয়, সহ-পরিবার সম্পাদক আইয়ুব আলী সজীব, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আজির উদ্দিন আহমদ, ফয়েজুর রহমান ফয়েজ, শামসুর রহমান শামীম, আব্দুল হান্নান, মঈনুল ইসলাম মঞ্জু, শফিকুর রহমান টুটুল, গিয়াস আহমদ মেম্বার, আব্দুল মন্নান, আশরাফ বাহার, হেলাল আহমদ, ফরিদ আহমদ, এম. এ রহিম, রফিকুল ইসলাম, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে নাহিদুল ইসলাম নাহিদ, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, জেহিন আহমদ, নাজিম উদ্দিন পান্না, সুচিত্র চৌধুরী বাবলু, আবুল হাসিম জাকারিয়া, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মকসুদুল করিম নোহেল, মঈনুদ্দিন, জামাল আহমদ, বোরহান উদ্দিন রাহেল, আব্দুর রউফ, ওসমান গনি, আলী আহমদ আলম, ফয়েজ আহমদ, সালাহ উদ্দিন রিমন, মনিরুজ্জামান মনির, জাকির আহমদ, আজিজুল হক আরজু, আব্দুর রহমান সাইজুল ও আব্দুল গণি সাজন প্রমুখ।
ছাত্রদল : মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে মিছিলটি নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হয়ে সুবিদবাজর পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশ সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি নজরুল ইসলাম‘র সভাপতিত্বে সিলেট জেলা ছাত্রদলে যুগ্ম সম্পাদক আফছর খান ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্মœ সম্পাদক সৈয়দ সারওয়ার রেজার যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা আলী নেওয়াজ খান তুহিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্মœ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ তাহের, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও শাবি-প্রবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার,সুয়েব আহমদ, আব্দুল হাফিজ রানা, আলী আমজদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য শামীম আলী, জেলা ছাত্রদলের ত্রাণ দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর ছাত্রদলের সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক রাজু আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক এ বি মজুমদার রনি সহ আরও সহ¯্রধিক ছাত্রদল নেতাকর্মী প্রমুখ।
জেলা ও মহানগর ছাত্রদল : মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ১টার দিকে র‌্যালীটি রিকাবী বাজার থেকে শুরু হয়ে ওসমানী মেডিকেল‘র সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালী পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল‘র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন‘র পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম লয়লু, যুবদল নেতা মলয় লাল ধর, এনামুল হক সুহেল. সাইদুর রমান সাইদ, মেহেদী হাসান সপু. সাইদ রাবানি চৌধুরী সুজন, শাবি-প্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদ খান সাদি, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়ছান মাহমুদ সুমন, শাফায়েত হোসেন সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এম হাসান, সজিবুর রহমান রুবেল. মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, হেলিম খান মাসুদ, মকসুদুল করিম ইমন, শেখ দিপু, আরব আলী লিটন, সাগর সেন, মাহফুজুল করিম শিপলু, বাবলু আহমেদ, মনোয়ার হোসেন, কাবুল আহমদ, সুমন আহমদ, লিটন দেব, সালাহ উদ্দিন আলমাছ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল হোসেনে, সাবেক মহানগর বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, রুমন আহমদ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রকিবুল হাসান হারুন, করিম আহমদ, শিবলু জামান, আরিফিন ছামি, সঞ্জয় দাশ, সাদ্দাম হোসেন, মুহিন আহমদ, এস.এম জুবায়ের, পারভেজ আহমদ, তরিকুল ইসলাম নয়ন, আবু সাইদ মো: সাকিব, আনছার আলী জয়নাল আবেদী রাহেল, রাসেদ খান, মান্নান আহমদ ইমন, সাজাদুল ইসলাম সাজু, তাজুল ইসলাম তাজ, আমিনুর রশিদ, তুহিন আহমদ, হিমেল দট, ফাহাদ আহমদ, কুতুব বক্স, অপু, ফাইহিম উদ্দিন সবুজ, রাকিব আলী, উজ্জল আহমদ, ফাহিম আহমদ, আবু বক্কর, মারজান আহমদ,সুমন আহমদ, রুমেল তালুকদার, তানজিম লিটন, রবিউল আউয়াল শিবলু, পারভেজ আহমদ, ময়নুল ইসলাম, পারভেজ খান, সুহেল আহমদ, সুবেদ খান, ফিরুজ খান কুটি ও রিদমান ফাহাদ প্রমুখ।
জেলা ওলামা দল : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ওলামা দলের এক আলোচনা সভা গত ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও জেলা ওলামা দলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাহবুব আহমদ চৌধুরী ফয়েজী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলান জুবায়ের আহমদ, ওলামাদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির ১ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, জেলা সেক্রেটারী মাওলানা নূরুল হক, ডা. সাইফুর রহমান, মাওলানা বিলাল আহমদ, মাওলানা হেলাল, মাওলানা জহির উদ্দিন, মাওলানা বদরুল আলম সুনাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন। বিজ্ঞপ্তি