কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গণফোরাম মনোনীত প্রার্থী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এড. শান্তিপদ ঘোষ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃৃহস্পতিবার দুপুর ১টায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) গণফোরাম মনোনীত প্রার্থী এড. শান্তিপদ ঘোষ এর প্রতিনিধি মো: আব্দুল আজিজ। এ সময় গণফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাসেন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো: আজাদুর রহমান, জেলা শাখার সদস্য মো: আতিকুজ্জামান, লন্ডণ বিএনপির উপদেষ্টা আং মমিন তরফদার প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গণফোরাম মনোনীত প্রার্থী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এড. শান্তিপদ ঘোষ বলেন, সুদীর্ঘ ৪২ বছর যাবত আইন পেশায় নিয়োজিত থাকাকালীন সময়ে মানুষের প্রতি আমার বিপুল ভালবাসা থাকায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমার পক্ষে দৃঢ় অবস্থান নিলেও ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাকর্মী সমর্থক নির্বাচনী কর্মকান্ডে নিষ্ক্রিয় হয়ে পড়ায় গণফোরাম এর স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের পরামর্শে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি বিরত থাকছেন। তবে তিনি কাউকে সমর্থন জানাননি বলে সাংবাদিকদের জানান।