ষ্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার আলমপুরে বাস চাপায় আহত পথচারি বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম সুফিয়া খাতুন (৭০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর থানার ডেংরাউতা গ্রামের লাল মিয়ার কন্যা ও কালা চান এর স্ত্রী। গতকাল সোমবার সকাল ১১ টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত রবিবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকায় তিনি সড়ক দূর্ঘটনায় আহত হন।
দুর্ঘটনার সময় ঐ বৃদ্ধার কোন পরিচয় পাওয়া যায়নি। পরবর্তিতে মোগলাবাজার থানার পুলিশ বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে ঐ বৃদ্ধার পরিচয় নিশ্চিত হয়। বর্তমানে বৃদ্ধা মহিলার মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন।
এ ব্যাপারে এসএমপি’র মোগলাবাজার থানাধীন আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচলরত আল-হেরা পরিবহণের একটি বাসের চাপায় ঐ বৃদ্ধা গুরুতর আহত হয়েছিলেন। ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সুফিয়া খাতুন দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকায় বসবাস করতেন। সিলেট- জকিগঞ্জ সড়কের আলমপুর সংলগ্ন কুশিঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় আল-হেরা পরিবহণের বাস (মৌলভীবাজার জ-১১-০২১১) নম্বর গাড়িটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তখন তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।