মৌলভীবাজার-৪ আসনে ৪৭ হাজার ৪৯ জন নতুন ভোটার

172

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে এবার যুক্ত হয়েছে ৪৭ হাজার ৪৯ জন নতুন ভোটার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এই নতুন ভোটাররা একটা বড় নিয়ামক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জয়-পরাজয় নির্ধারণ করতে নতুন ভোটারদের একটা বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন ভোটারের মধ্যে ৯০ ভাগ তরুণ-তরুণী।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ৪ আসনে মোট ভোটার ভাটার ৩ লক্ষ ৯৮ হাজার ৯৪৮ জন। গত দশম সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৯৪ হাজার ৭শত ৬২ জন। এবছর নতুন ভোটার যুক্ত হয়েছেন ২৪ হাজার ৭শত ৮৬জন এবং কমলগঞ্জ উপজেলায় গত দশম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১লক্ষ ৫৭ হাজার ১৩৭ জন, এবার নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ২শত ৬৩ জন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কমিশনার আনোয়ার মাহমুদ জানান, এবারের একাদশ জাতীয় নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলবে। গত বছরের তুলনায় এবার ১টি ভোট কেন্দ্র যুক্ত হয়েছে। হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভোট কেন্দ্র।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর তালুকদার বলেন, এবারের নির্বাচনে কমলগঞ্জে ৭২টি ভোট কেন্দ্রে ৩৩২টি ভোট গ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।