আখালিয়ায় স্কুল থেকে বিষধর সাপ উদ্ধার

139

স্টাফ রিপোর্টার :
আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত ভবনের পিছন থেকে ৬ ফুট লম্বা পঙ্খি আলদ নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বিষাক্ত এ সাপটি উদ্ধার করেন কবিরাজ (ওঝা) সর্পরাজ ইব্রাহিম আলী।
আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, কয়েক দিন আগেই স্কুলে আমার রুমে সাপের ছাল দেখেতে পাই। এছাড়া বিদ্যালয়ের কর্মরতরা সাপটি দেখেছে বলে জানায়। ফলে স্কুলে সকল ছাত্র-ছাত্রীর মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করে। তখন আমি উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলীপময় দাশের সাথে বিষয়টি আলোচনা করা হলে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। পরে ইব্রাহিম আলীকে খবর দিলে বুধবার তন্ত্র-মন্ত্র দিয়ে সাপটি ধরতে সক্ষম হন।
এ সময় সর্পরাজ ইব্র্রাহিমের সঙ্গে ছিলেন- সর্পরাজের পুত্র মাইদুল হোসেন, ভাতিজা মুরাদ মিয়া। সহযোগিতা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলীপময় দাশ, বিদ্যালয় কমিটি সাবেক সভাপতি সিরাজ মিয়া, বিদ্যালয় সকল শিক্ষকবৃন্দ। তখন সাপটি একনজর দেখার জন্য এলাকবাবাসী ভিড় জমান।