পুলিশী বাধার কারণে শান্তিপূর্ণভাবে আলোর মিছিল করতে পারলেন না সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সিটি কাউন্সিলররা এই আলোর মিছিলের আয়োজন করেছিলেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরভবন থেকে আলোর মিছিলটি বের করার সাথে সাথে প্রধান ফটকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ-কাউন্সিলর বাকবিতন্ডা চলে।
পুলিশের বাধার কারণে সিটি পয়েন্টে তাৎক্ষণিক সমাবেশ করেন সিটি কাউন্সিলরা। এ সময় কাউন্সিলররা বলেন, এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের কাউন্সিলররাসহ সর্বস্তরের সিলেটবাসী অংশ নিয়েছেন। এটা দলীয় কোন কর্মসূচি নয়। এরপরও এ কর্মসূচিতে বাধা দেয়া দু:খজনক।
কাউন্সিলররা বলেন, আরিফুল হক চৌধুরীর নাম চার্জশিট থেকে বাদ না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, আমরা কাউন্সিলর বসে যদি হরতালের কর্মসূচি ঘোষণা করি-তাহলে নগরীতে একটি যানবাহনও চলবে না। সিলেটকে প্রয়োজনে অচল করে দিতে পারব। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা অব্যাহত থাকলে হরতালসহ কঠোর কর্মসূচী গ্রহণের হুঁশিয়ারী উচ্চারণ করেন কাউন্সিলররা।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর জলিল নজরুল, সংরক্ষিত ৩ আসনের কাউন্সিলর রেবেকা বেগম, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রাণী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজসহ আরও অনেকে।
কাউন্সিলদের নিন্দা : এদিকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছালেহ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন অংশগ্রহণকারী কাউন্সিলররা।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগে থেকে পুলিশ কমিশনার বরাবরে অবগত করার পরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে কোতয়ালী থানার পুলিশের কর্মকর্তা কাউন্সিলরদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়েছেন-কোন অদৃশ্য শক্তির জোরে তিনি এই অশুভ কর্মকান্ড শুরু করেছেন তা রহস্যজনক। এই অশুভ তৎপরতা ভবিষ্যতে বরদাশত করা হবে না। বিজ্ঞপ্তি