দিরাই থেকে সংবাদদাতা :
ভাটি অঞ্চল দিরাইয়ে বৈশাখী ধান কাটা ধুম লাগেছে তবে ধান কাটার শ্রমিকের অভাবে অনেক পাকা ধান কাটতে পারছেন না কৃষক। গতকাল উদগল, চাপতি ও বরাম হাওর পারে গেলে কৃষকরা শ্রমিক সংকট ও তাদের হতাশার কথা বলেন। বরাম হাওর পারের কৃষক মুহিত মিয়া বলেন, টানা তিন চারদিনের বৃষ্টিতে আমাদের গ্রামের হাওরে অনেক পানি জমেছে, অপর দিকে নদীর পানির ধাক্কায় বোয়ালিয়া বাঁধ ধসে যাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি, ওই বাঁধের উপর নির্ভর করে উদগল বরাম ও গিলোটিয়া হাওরের ৫০ হাজার কৃষকের ১৯ হাজার হেক্টর বোরো ফষল, ধান অনেকটা পাকা হলেও শ্রমিকের অভাবে ধান কাটা যাচেছনা, এ নিয়ে বড় চিন্তায় আছি। চাপতি হাওর পারের কৃষক সোহেল মিয়া বলেন, ৩-৪ দিনের মেঘে আমরার বিল ভরি গেছে, আসমানো হাজ (বৃষ্টি) দেইখা মনে বড় ভয় লাগতাছে যদি আরও মেঘ আয় তাইলে আমরার আওরের ধান হখলতা পানির তলে যাইবোগি, ধান কাটবার খামলাও ফাইছিনা এখলা এখলা কিলা ধান খাটতাম। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বলেন, দিরাইয়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন, কয়েক দিনের বৃষ্টিতে প্রায় ৫৮০ হেক্টর নিচু জমিতে জলাদ্ধতার সৃষ্টি হয়েছে, তার পর ও লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আমি আশাবাদী।