একদিন ইলিয়াস গুমের জবাব দিতে হবে সরকারকে – তাহসিনা রুশদীর লুনা

6
ওসমানীনগর উপজেলা আওতাধীন দয়ামীর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

ওসমানীনগর উপজেলা আওতাধীন দয়ামীর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৮ মে) রবিবার বিকাল ৩টায় ওসমানীনগর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
ওসমানী নগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা বলেন, জনগণের নেতা এম ইলিয়াস আলীকে ১০ বছর আগে আইনপ্রয়োগকারি সংস্থা গুম করেছে। এটা আন্তর্জাতিক সংস্থা বলেছে, কিন্তু তারা তা অস্বীকার করছে। ইলিয়াস নিখোঁজের জবাব সরকারকেই দিতে হবে। এখনো ইলিয়াস আলীর জন্য হাজারো নেতা প্রাণ দিতে প্রস্তুত। ইলিয়াসকে ফেরাতে যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, চিরস্থায়ী ক্ষমতায় থাকার কৌশলে আওয়ামী লীগ আজ গণতন্ত্রকে লুন্ঠিত করেছে। দেশকে দূর্ণীতির দেশে পরিণত করেছে। এখন দেশে বিএনপি দল করলেই আসামী হতে হয়, গুম হতে হয়। দেশের জনগণ এই দূর্ণীতি-দুঃশাসন, অপঃশাসনের প্রতিকার চায়। তৃণমূলের নেতাকর্মীদের সমন্বয়নে প্রতিটি ইউনিয়ণ কমিটি গঠন করা হবে। যুবদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবে। ‘বর্তমান অবৈধ সরকার ভোট জালিয়াতি করে ক্ষমতা দখল করে রেখেছে। এই ভোট চোর সরকারের কাছে কোনভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর অবৈধ এই সরকার হঠানোর সময় এসে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানী নগর উপজেলার চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুর রউফ আব্দুল, গোলাম মুস্তফা কাওছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আবির আহমদ আবরু, উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার আহমদ বকুল, উপজেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক সুপন আহমদ, দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক এমাদ উদ্দিন লিলু, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুল মুতিন, সদস্য ওলিউর রহমান মিঠু, ওসমানী নগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, সেলিম আহমদ আসিক, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, প্রচার সম্পাদক রাজ খান ইমন, ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, সাইফুল ইসলাম, আবুল কালাম, সাদিকুর রহমান সাদিক, মো. আবু শিপু চৌধুরী, ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আকিব চৌধুরী, সৈয়দ হুমায়েল, জাকির হোসেন বদরুল, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, সদস্য সচিব মকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক লয়লুছ মিয়া, আতিকুর আলম, সুহিনুল হক আক্তার, সুয়েব আলম, ওসমানী নগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবের আহমদ, যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক আলী, জাহিদুল ইসলাম সোহান, রেজন আহমদ, ওসমানী নগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, ওসমানী নগর উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম, তছির আলী প্রমুখ সহ ৮টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া। বিজ্ঞপ্তি