সিলেট সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোকে নিয়ে গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে মতবিনিময় সভা ও খেলাধূলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন শিক্ষার্থীদেরকে পড়া লেখার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহ জন্মাতে হবে। তাহলে ছাত্র-ছাত্রীরা সময়কে ভিন্ন খাতে ব্যয় করার সুযোগ পাবেনা। বর্তমান সরকার যুব সমাজকে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এক্ষেত্রে শুধু পরিচর্যা প্রয়োজন। খেলাধূলা সহ সকল ক্ষেত্রে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকেই দায়িত্ববান হতে হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ইউ জহিরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, হযরত শাহপারান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, পুরান কালারুকা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, শাহজালাল বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, আল আমিন জামেয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি