সিলেট চেম্বার ও রপ্তানী উন্নয়ন ব্যুরো’র যৌথ উদ্যোগে রপ্তানী বিষয়ক সেমিনার ॥ নীতিগত কিছু অসুবিধার কারণে ভারতে চাহিদা মোতাবেক পণ্য রপ্তানী করা যাচ্ছে না

54

EPB Seminarগতকাল শনিবার চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রপ্তানী উন্নয়ন ব্যুরো, সিলেট কার্যালয়ের যৌথ উদ্যোগে “ জঁষবং ড়ভ ঙৎরমরহ ভড়ৎ এঝচ, ঝঅঋঞঅ, অচঞঅ, কচঞ ধহফ ইওগঝঞঊঈ : ধহফ ঃযবরৎ ধঢ়ঢ়ষরপধঃরড়হ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, রপ্তানী খাত বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশী পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে প্রচুর পণ্য ভারতে রপ্তানীও হচ্ছে। কিন্তু কিছু কিছু নীতিগত অসুবিধার কারণে চাহিদা মোতাবেক পণ্য রপ্তানী করা যাচ্ছে না। এ ব্যাপারে ভারতের অঙ্গরাজ্যগুলোর স্থানীয় প্রশাসনের সাথে একাধিকবার আলাপ-আলোচনা হয়েছে। আমাদের মত তাদেরও কিছু নীতিগত সীমাবদ্ধতা রয়েছে, যা কাটিয়ে উঠার জন্য দুদেশের পক্ষ থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি এ ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি জানান, আগামী ৬ মে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেওলা স্থলবন্দর পরিদর্শন করবেন। সেমিনারের আলোচ্যসূচীর উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন রপ্তানী উন্নয়ন ব্যুরো, ঢাকা এর পরিচালক জনাব আব্দুল মঈন। তিনি এঝচ, ঝঅঋঞঅ, অচঞঅ, কচঞ ও ইওগঝঞঊঈ এর বিভিন্ন দিক ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, আগামী ১ জুলাই হতে বাংলাদেশ থেকে পান রপ্তানীতে আর কোন বাধা থাকবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, পরিচালক, রপ্তানী সাব কমিটির আহবায়ক ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক মোঃ হিজকিল গুলজার, পরিচালক জিয়াউল হক, মোঃ লায়েছ উদ্দিন, প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, রপ্তানী উন্নয়ন ব্যুরো, সিলেট এর উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া, কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর সহকারী কমিশনার ওমর মবিন, বিসিক, সিলেট এর উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. আব্দুল হাই, রূপালী ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, নাসিব, সিলেট এর সভাপতি মোঃ মহিদুল ইসলাম লোফা, রপ্তানীকারক আলীমুল এহছান চৌধুরী, মঞ্জুর আহমদ, আবুল কালাম ও আজিজুর রহমান সুন্দর। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুকির হোসেন চৌধুরী, মোঃ বশিরুল হক, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, সিলেট চেম্বারের সদস্য সাজ্জাদুর রহমান, মুজিবুর রহমান মিন্টু, সৈয়দ মুহিবুর রহমান, মোঃ জিতু মিয়া, মোসলেহ্ উদ্দিন খান, মোঃ হেলাল উদ্দিন, মোসলেহ্ উদ্দিন আহমেদ, সমীর লাল দেব, শান্তনা দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি