হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে নদীতে পানি বৃদ্ধি পায়। রাতেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে জেলা শহররক্ষা বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলো হুমকির মুখে পড়ে। এদিকে নদীর পানি বৃদ্ধির খবরে শহরবাসীর মাঝে আতংকও দেখা দেয়। দিনভর পানি বাড়তে থাকে। শহরের মাছুলিয়া পয়েন্টে সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপরে থাকলেও বিকেল ৪টায় তা বেড়ে ২১০ সেন্টিমিটারে পৌছায়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টিপাত হওয়ার কারণে নদীতে হঠাৎ করে মঙ্গলবার পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়। বুধবার বিকেল ৪টায় নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেইট খুলে দেয়ায় নদীতে এত দ্রুত পানি বৃদ্ধি পায়। তবে একই সময় বিকেল ৪টায় খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপদসীমার ১৯৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তিনি বলেন, বর্তমানে (বুধবার বিকেল সাড়ে ৪টা) বাল্লা এবং মাছুলিয়া পয়েন্টে নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে পানি কমতে বেশ কিছু সময় লাগবে। এদিকে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত পরিমান বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।