মৌলভীবাজারে বিয়ের অনুষ্ঠানে খুনের ঘটনা ॥ সন্দেহভাজন ১০ বরযাত্রী জেল হাজতে

34

মৌলভীবাজারে ১০ বরযাত্রীকে  জেল হাজতে যেতে হয়েছে। সদর উপজেলার সরকার বাজার কমিউনিটি সেন্টারে গত রোববার বিয়ের অনুষ্ঠানে খুনের ঘটনায় আটককৃতদের মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার আল মাহবুব কমিউনিটি সেন্টারে গত রবিবার সাধুহাটি গ্রামের ইসকন্দর মিয়ার মেয়ের সাথে সিলেটের ওসমানিনগর থানার কমরু মিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল। আগত বরযাত্রীদের মধ্যে একজনের সাথে কনে পক্ষের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। উত্তেজিত বরযাত্রী প্লেট ও গ্লাস ছুঁড়ে মারলে হুমায়ূন আহমদ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ ১০ বরযাত্রীকে ঘটনাস্থল থেকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কনে পক্ষ মামলা না করায় খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার দাস জানান কনে পক্ষ মামলা না করায় আটককৃতদের সন্দেহভাজন আসামী হিসেবে আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাত পর্যন্ত কনে পক্ষ মামলা দায়ের করতে পারে। আদালতে পাঠানো ব্যক্তিদের এ মামলায় বাদী পক্ষ এজাহারভূক্ত আসামী না করলে পুলিশ তদন্তে তারা জড়িত না থাকলে মামলা থেকে অব্যাহতি প্রদানে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কনের চাচাতো ভাই খুনের ঘটনার পর বরসহ তার অনেক সহযাত্রীরা পালিয়ে যান। ফলে বউ সেজেও স্বামীর বাড়ি যাওয়া হল না খালেদার। খুনের ঘটনায় আনন্দ উৎসব শোকে পরিণত হয়েছে। শোকের মাতম চলছে কনে বাড়িতে। (খবর সংবাদদাতার)